স্বাধীনতা তুমি কোথায়?
অলস ভঙ্গিতে, ঢুকে আছো সঙ্গীতে?
কিংবা পতাকায়, কবির কবিতায়
নাকি ঘুমিয়ে আছো লাখো শহীদের আত্মায়?
পত্রিকার পাতায়, দিবসের ছাতায়
মাঝেমাঝে পড়ে থাকো অলসতায়।
এখন শুনি আহবান চুপিসারে
ঢুকাবে তোমায় প্রোফাইল পিকচারে।


এভাবে তোমাকে পেতে চাইনা
নির্ভরতায় তোমাকে খুঁজে পাইনা।
তোমাকে চাই প্রাত্যহিক জীবনে
চলনে, বলনে, চিন্তা-চেতনায়, মননে।


তোমাকে চাই প্রেমিকার চোখে, লাঙ্গলের ফলায়
রিক্সার প্যাডেলে। কেন থাকবে শুধু চিত্রকলায়?
তোমাকে চাই নিরন্নের আহারে ,
ভূমিহীনের চিৎকারে।
শ্রমিকের ঘামে সন্ধ্যা যখন নামে
তোমাকে চাই বাস্তবতায়, আশায় , মানবতায়
চাইকি ভালোবাসায়। তোমাকে চাই
তোমাকে চাই, যেন পাই বিমুগ্ধতায়।