নূরজাহান বাহান্ন দেখেনি
একাত্তরও দেখেনি
দেখেছে তিরানব্বুই ,
পাথরে পাথরে লোভাতুর দৃষ্টি
পশুদের ভীড়ে নীরব চাহনি
দেখেছে সমাজের ওপিঠ।


ভালবাসার কথা ছিলো
ঘর বাধার স্বপ্ন ছিলো
চলে গেলো শুধুই ঘৃণা দিয়ে
হতভাগী পশুত্বে করেনি আপোষ।


বিবেকের বেচাকেনা হরদম যেখানে
পশুর পদভারে ডেবে গেছে পৃথিবী,
মানুষগুলোও চোখে পড়েছে ঠুলি
এ পৃথিবী নিয়ে সমস্যায় আছি।