নিজস্ব সংলাপ - ১৮
------------আনোয়ার মজিদ


ঈদ মোবারক ------ঈদ।
==============


ঈদের দিনে, শুভ ক্ষণে
সবাই থেকো ভালো
ত্যাগ মহিমায় অন্তরে তাই
জ্বালিয়ে রেখো আলো।


নিজস্ব সংলাপ - ১৯
----------------- আনোয়ার মজিদ
বেশতো ভালো! যাচ্ছ? যাবে! যেতেই পারো
মানছি তোমার অধিকার, আদিখ্যেতা ছাড়ো।
যদি পারো! আমার কিংবা সংশ্লিষ্ট সবার
অধিকার ফিরিয়ে দিয়ে যেও। যদি পারো।


নিজস্ব সংলাপ - ২০
-------------আনোয়ার মজিদ


উপরে তাকালে, কষ্ট পাবে
সামনে তাকালে, এগিয়ে যাবে
নিচে তাকালে, প্রশান্তিতে
উঠবে ভরে মন,
দেখবে তখন, অল্প কিছু ভালোদের মাঝে
তুমিও একজন।


নিজস্ব সংলাপ - ২১
--------------আনোয়ার মজিদ
বৃক্ষ নিধন, জ্ঞানের পতন
একটু ভেবে দেখো
আর ছেটো'না জীবন সবার
বন্ধু ভালো থেকো।


নিজস্ব সংলাপ - ২২
-----------আনোয়ার মজিদ
তুই বেটা যে মূর্খ্য, মানিস!
মাথাপিছু আয় কী, জানিস?
আমার হাজার তোর পঞ্চাশ
দু'য়ে মিলে হাজার পঞ্চাশ।
গড়'টা বুঝলি পাঁচশ পঁচিশ
তুইতো বেটা ভালই আছিস!



নিজস্ব সংলাপ - ২৩
-------------আনোয়ার মজিদ
পাওনা তোমার
সাড়ে তিন হাত মাটি কিংবা চিতা
এর'চে বেশী কিছুতো আর নয়
তবে কেন? স্বভাবে অভাবী মন
খামচে বেড়াও, সারা বিশ্বময়।


নিজস্ব সংলাপ - ২৪
--------------আনোয়ার মজিদ
এক চোখে তাঁর স্বপ্ন ছিলো অন্য চোখে জল
এক পায়ে তাঁর সোনার শিকল অন্য পায়ে মল।
আঁচল ভরা সুখ ছিলো তাঁর মুঠো ভরা দুখ
বেশ ছিলো তার স্মৃতির পাতা অন্তরের ধুকধুক।
হঠাৎ এসে ভন্ড সুজন উল্টে দিলো সব
কালো মেঘে ঢেকে গেলো যৌবনেের উৎসব।


নিজস্ব সংলাপ - ২৫
--------------- আনোয়ার মজিদ
অঙ্গ তোমার রঙ্গ ভরা
চোখের কোণে যাদু
ঠোটের কাঁপন মৃত্যু সমন
অন্তরে নাই মধু।
ভাড়াটিয়া প্রেয়সী তুমি
ছলনাপূর্ণ তোমার ভূমি।


নিজস্ব সংলাপ - ২৬
----------------আনোয়ার মজিদ
ভুলবোনা, সে কথা বলবোনা
ভুলেওতো যেতে পারি,
মনতো কারও দাসত্বে নেই
ইচ্ছে হলেই শাসন করি।


নিজস্ব সংলাপ - ২৭
--------------আনোয়ার মজিদ
মিলনে প্রেমে ঘাটতি বাড়ে
বিরহে বাড়ে দূরুত্ব
মাঝামাঝি জমাট বেঁধে
বাড়ে যে তাঁর পুরুত্ব।


নিজস্ব সংলাপ - ২৮
--------আনোয়ার মজিদ
মনরে মন
তুই কি আপন?
বুঝতে গিয়েই কেটে গেলো
সারাটি জীবন।


নিজস্ব সংলাপে - ২৯
--------আনোয়ার মজিদ
ঘেন্না করলে করতে পারো
অবহেলায় রেখোনা
দু'চারটে গাল পারলে ঝাড়ো
নীরবতায় থেকোনা।
নইলে আমায় ডিলিট করো
মরনফাঁদে ডেকোনা।


নিজস্ব সংলাপ - ৩০
----------- আনোয়ার মজিদ
সমর্পণে যাদু যা আছে
অর্জনে তা নাইরে
ভালোবাসার দাবীই এমন
দুঃখ সুখের বাইরে।


নিজস্ব সংলাপ - ৩১
---------- আনোয়ার মজিদ
ওরা টোকাই! কে বানালো?
প্রশ্ন যদি ছুঁড়ি,
উত্তর খুঁজে চমকে উঠি
আমার উত্তরসূরি!