স্বপ্ন দেখি স্বপ্ন আঁকি
বাস্তবতা দেয় যে ফাঁকি
দুঃখগুলো কোথায় রাখি?
নিজের মধ্যেই লুকিয়ে থাকি।


চোরাগুপ্তা দেয় যে হানা
মানছেনাতো কোনো মানা
শেষ হয়না স্বপ্ন জানা
অলস বসে স্বপ্ন গোনা।


স্বপ্ন দেখি স্বপ্ন দেখায়
প্রয়োজনে রক্তে লেখায়
তারপরতো সবি ফাঁকায়
বিবেক বোঝে তখন ঝাকায়।


ঝাকি খয়ে উঠবো জেগে
পাল্টে দেবো ভীষণ বেগে
উঠলাম আমি যেইনা রেগে
স্বপ্নরা সব গেলো ভেগে।


(রেগে গেলেন তো হেরে গেলেন)