যৌবন চুরি যায়, বিনোদন সন্ধ্যায়
রাত বি-রাতে, দিন দুপুরে
চ্যাট আর নেট'র বারান্দায়
যৌবন চুরি যায়।


যৌবন চুরি যায়
হতাশায় সঙ্গোপনে, চাকুরীর বিজ্ঞাপনে
স্বজনপ্রীতির ঐকতানে, অনৈতিক আহবানে
ডিজিটাল ধান্দায়, যৌবন চুরি যায়।


নীতির মালায়, কুটিল ধারায়
ফাঁক ফোকরে, অন্ধকারে
যৌবন যাচ্ছে চুরি, জারিজুরি
আহাজারি আর নীরব কান্নায়।


যৌবন চুরি যায়
কেউ দেখেনা, কেউ না দেখায়
দুরের পথ আঁধারে হারায়
নিত্য নতুন পরীক্ষায়।