কাছে আছো, বিস্তর অভিযোগ
খুনসুটি আর না পাওয়ার হাহাকার
হিসেব মেলানো ভার, তবুও টেনে চলা
ভাবছো কি দূরে যাবে, ভুলে যাবে?


ভুলে যাওয়ার পথে, দূরের বাহন রথে
একাকী আমি, শুধুই আমাকে পাবে।
যত দূরে যাবে, যতই চাইবে ভুলে যেতে
ততই কাছে আসা, আপন থকে আপনার হওয়া
এ আমার বিশ্বাস, ধৃঢ়তার আশ্বাস।


দু'চোখের ঘর্ষণ, আবেগের বর্ষণ
লোমশ বুকে মাথা রেখে
কান পেতে শোনা হৃদয়ের স্পন্দন
তৃষিত ঠোটের উষ্ণতা,সমাজের বৈরিতা
ভুলে যাবে, দুরে যাবে?
যদি পারো, যেতে পারো, দূরে বহুদূরে।


জানি ফিরে আসবেই, ভালো তুমি বাসবেই
আমাকে এবং আমাকেই। যেমন নিত্য
ফিরে ফিরে আস ক্ষনিক ভুলের পর
আষ্ঠে পিষ্ঠে জাপটিয়ে ধর ভালোবাসায়।
ওহ্ সে কী প্রাপ্তি! এভাবেই পেতে ভালোলাগে।