(প্রথম প্রেমের পদ্য)


তোমার মনের পাঠশালাতে ভর্তি হতে চাই
এমন পাঠ দিও যেন সভ্য হয়ে যাই।
জন্ম নিলাম সভ্য হয়ে অসভ্য হয়ে নয়
তবুও কেন এমন কথা তোমার মনে হয়।


দু'টি কথা বললে পরে অসভ্য হয় যদি
কলকলিয়ে সাগর পানে ছুটতো না আর নদী।
যদি চাও বোবা হয়ে থাকবো না হয় পড়ে
ফুটপাথেতে রইবো পড়ে, তুলো আদর করে।


নিজের করে গড়ে নিও সাহস যদি থাকে
গড়তে যদি না'ই পারো দায়ী করবে কাকে?
না হয় এসো তোমায় গড়ি মনের মত করে
ব্যর্থ যদি হই আমিও, শান্তি পাবো মরে।


এসো আজ তাই সব ভুলে যাই
মান অভিমান দুঃখ হারাই।


জল যদি খাও ঘোলা করো না আর
সারা জনম ভূগতে হবে
কেঁদেও পাবে না পার।


লেখার সময়কালঃ ১৯৮৫ ইং।