কাল বৈশাখী ঝড় হয়ে
আমাকে লন্ডভন্ড করে
ত্রান নিয়ে আদিক্ষেতা করোনা,
মনে রেখো আমিও মানুষ
সুখে আনন্দ আর দুঃখে কষ্ট পাই
ঠিক তোমারি মত।


মেঘে মেঘে বেলা হলো
আনন্দ এখনো আসেনি
কষ্টের সীমান্ত পেরিয়ে,
সুখ দিতে নাই পারো
দুঃখ হয়ে এসে
আমার বিশ্বাসে আঘাত হেনোনা।


আবেগের বেলকোনিতে তুমি আমার
তাই অশ্রুতে ভীষণ ভয়
হোঁচট খেলেই হবো চূড়
রক্তাক্ত হবে হৃদয় আর
আমার আমিত্ব হবে
নিখোঁজ সংবাদ।