প্রেমকে আমি ফাঁসীতে ঝোলাবো
ভালোবাসাকে দেবো নির্বাসন
ধুমকেতু এই মনটা আমার
সইবে না আর নির্যাতন।


ফুলকে ভালোবাসতে গিয়ে
রক্ত ঝরে কাঁটার ঘায়,
তোমার কাছে জিম্মি এ মন
এবার বুঝি প্রানটা যায়।


ছলা কলা বলা না বলা
এ কোন আজব স্মৃতিতে,
মনটা রিজার্ভ হয়ে আছে
চর জাগানো নদীতে।


রক্তে আজ বান ডেকেছে
ভাঙ্গবে মনের অবরোধ
যার তার হার মানবে না আর
করবে এবার প্রতিরোধ।