নিজস্ব সংলাপ -১
--------------আনোয়ার মজিদ


হাত বাড়ালে বন্ধু হবো
পা বাড়ালে সাথী,
মন বাড়ালে হারিয়ে যাবো
খুঁজবে দিবা-রাতি।


নিজস্ব সংলাপ -২
--------------আনোয়ার মজিদ


চোখের কোণে বৃষ্টি জমে
মন আকাশে মেঘ
ঠোট দুটো রয় নীরব তবু
কলম এর উদ্বেগ।


নিজস্ব সংলাপ- ৩
--------------আনোয়ার মজিদ


ভালোবাসায় জীবন যাপন
ভালোলাগার অন্নেষণ
এইতো জীবন,সেইতো জীবন
আসুক মরন, করবো আপন।


নিজস্ব সংলাপ- ৪
(ডিজিটাল মন)
--------------আনোয়ার মজিদ


থাক বসে, থাক বসে
দেখবো অংক কষে
ফলাফলটা শূণ্য হলে
লাভ কি ভালোবেসে।


নিজস্ব সংলাপ - ৫
--------------আনোয়ার মজিদ


সব মানুষের অন্তরে ভাই
আছে দু'টি ধারা
ভালো মন্দ কোনটা কখন
দেবে ধরে নাড়া
বিবেকের সারা'রে বন্ধু বিবেকের সারা।


নিজস্ব সংলাপ - ৬
--------------আনোয়ার মজিদ


যে যেতে চায় যাকনা
মন্দ খেলায় থাকনা
বাধা দিলে তর সয়না
রাখনা।
সে যেতে চায় যাকনা।


নিজস্ব সংলাপ - ৭
(কর্তৃপক্ষ দায়ী না)
--------------আনোয়ার মজিদ


আমি মানেই গণতন্ত্র
যাই বলবো তাই মন্ত্র
মানবি অলক্ষুনে?
নইলে যা ডাস্টবিনে।


নিজস্ব সংলাপ - ৮
--------------আনোয়ার মজিদ


জ্বালো জ্বালো-
আর কতো আর জ্বালবো?
জ্বালতে জ্বালতে জ্বলে গেছি
আর কতো আর পালাবো?


নিজস্ব সংলাপ - ৯
--------------আনোয়ার মজিদ
কতটা পথ হাঁটতে পারবে? এক জীবন?
যদি পারো চলে এসো, সাজাই বৃন্দাবন।
আধভেজা মন, জুয়াড়ে যৌবন ভাল্লাগেনা ছাই
তপ্ত মনে সঙ্গোপনে তোমায় আমার চাই।


নিজস্ব সংলাপ - ১০
----------------আনোয়ার মজিদ


দিন গুনে যাই দিন
এক দুই তিন
বিপ্লবীরা হাল ছেড়ে আজ
ঘুমায় সারাদিন।


নিজস্ব সংলাপ - ১১
----------- আনোয়ার মজিদ


জানালা গলে ঢুকছিলো পাপ
খিলটা বন্ধ করতেই,
সদর দরজাই ভেঙ্গে দিলো
পারলাম না আর রুখতেই।


নিজস্ব সংলাপ - ১২
-----------আনোয়ার মজিদ


মিষ্টি একটা ভুল করেছি
তোমায় দিয়ে মন
রাখলে তুমি রাখতে পারো
স্পর্শে সারাক্ষন।


নিজস্ব সংলাপ - ১৩
-----------আনোয়ার মজিদ


দিন দু'য়েকের কষ্ট এলেও
বাঁচবি কিন্তু হেসে হেসে
ভালোবাসায় জন্ম সবার
মরবি'রে তাই ভালোবেসে।


নিজস্ব সংলাপ - ১৪
-----------আনোয়ার মজিদ


বিবেক বলে ঝাপিয়ে পড়ি
বুদ্ধি বলে থাকনা
না নারে না আর না,
নেতা বলে ভাবি যারে
সেইতো নেতার জাত না।


নিজস্ব সংলাপ - ১৫
----------- আনোয়ার মজিদ


জ্বালবো আগুন জ্বালবো যে
আর কতোকাল জ্বলবো হে?
ভালোবাসার ঠেলায় পড়ে
পরান ওষ্ঠাগত যে।


নিজস্ব সংলাপ - ১৬
----------- আনোয়ার মজিদ


ভালোবাসার ফায়দা বুঝি
তাইতো ভালোবাসবো না
যতই কর ছলচাতুরী
তোমার কাছে আসবো না।।


নিজস্ব সংলাপ - ১৭
--------------আনোয়ার মজিদ


আজব শহর ঢাকা, খাচ্ছে সবাই টাকা
পড়ছি আমি ফাঁকা, যাচ্ছে না আর থাকা
বিবেক বড় নাছোড় বান্দা, তাই রয়েছি একা
বন্ধু, স্বজন, পরশীরা কয়, আমিই নাকি বাঁকা।