আয়রে সবুজ, ওরে অবুঝ!
দিন বদলের যায় বেলা
মান অভিমান রাখনা তুলে
চ্যাট আর নেটের এই খেলা।


মাতাল শকুন মায়ের বুকে
ঠোকর বসায় জোস্ করে
ওরে বাছা ঘুমাসনে আর
উঠনা জ্বলে ঠুস করে।


আসবে সে ক্ষন, দেখবি যখন
তোর ঘরও ঐ রক্তে লাল
গেলে সময় আর পাবিনা
ঠুকলে মাথা সাঁঝ সকাল।