এই শহরে জ্যামের নাকি
অনেকটা দোষ
খাচ্ছে সময়, মারছে শ্রম
বাড়ছে যে রোষ।


আমারতো প্রেম,তারই সাথে
সাঁঝ প্রভাতে
ব্যস্ত জীবন, স্বস্তিতে মন
তারই হাতে।


জ্যামের মাঝে মনের গাড়ি
দেই ছুটিয়ে
বর্ণ, শব্দ, বাক্য পেলে
নেই উঠিয়ে।


এক ফালি চাঁদ, একলা আকাশ
সঙ্গী ধরে
গাঁথি মালা, ভেজাই জ্বালা
যতন করে।