যেখানে বৃষ্টি নেই, ছন্দ, আনন্দ নেই
নেই শেফালী হাসনা হেনার গন্ধ
ঠিক সেখানেই তোমার অবস্থান
যেখানে হৃদয়ের ঝংকার স্বার্থের কারাগারে বন্দী।


কিভাবে ছুঁবো তোমাকে কতটুকু
তুমিই বলো, পথ দেখাও স্বচ্ছ আলোয়।
ও পথে যাবোনা, যে পথে তুমি গেছো
বিবেকের দেয়াল দুমড়ে মুচড়ে একাকার করে।


কান্না হাসির গুমোট বাঁধা অন্ধকারে
জীবনের অন্যরকম আহ্বলাদে মত্ত্ব থেকে
স্বপ্নে তাজমহল গড় আমাকে নিয়ে
পরিশেষে কাঁদ একাকী, আলেয়ার হাতছানিতে।


কালো পাহাড়ের উপত্যকা থেকে নেমে এসো
তোমার হাত ধরে সঙ্গী হবো অনন্তের,
আজন্ম লালিত ভালোবাসায় জমে উঠা শিশিরে
ভিজিয়ে দেবো তোমার সমস্ত সত্ত্বাকে।


এবার বলো তুমি কি আমার হবে
না অনন্তের দিকে চেয়ে রবে
যেমন চেয়ে থাকে চাতক বৃষ্টির অপেক্ষায়
নাকি জীবনমৃত হয়ে থাকবে যেমন আছো?