দরজাটা খোলাই ছিলো
আরাম কেদারায় আরামহীন
বসে ছিলাম একা।


এক পলকের কিয়দাংশ সময়
তুমি ছায়ার মত দাঁড়ালে। আবার
উৎসুক দরজাটা কিছু বুঝে উঠার
আগেই তোমার প্রস্থান।
আমাকে ছুঁয়ে গেলে না মাড়িয়ে গেলে
বুঝিনি। ভীষণ যন্ত্রনায় রাত
ভাবলেশহীন সকাল, দীশাহীন দুপুর
আর যাচ্ছেতাই বছর অতীত।


সন্ধ্যের কথা নাই-বা বলি
তোমাকে ধারণ করতে চেয়েছিলাম
ঘরদোর গুছানই ছিলো। শুধু টার্নিংপয়েন্টের
অপেক্ষায় বুঝিবা ঘাটতি ছিলো।


ভালোবাসা তুমি আমার না হও পরশী হইও
শেষ বিকেলে স্পর্শে না হোক দর্শনে
অনুভবে না হোক বিশ্বাসে তুমি পরশী হইও।
কাছাকাছি না হোক পাশাপাশি থেকো
আগলে রেখো। পরশী হইও।