নিজে নিজে কষ্ট পাওয়ার যে
কি দারুন অনুভুতি
তা তোমাকে বোঝাবো কেমন করে
আমিতো সাহিত্যিক,কবি কিংবা বুদ্ধিজীবী নই।


দু'টি হৃদয়ের সমসত্ত্ব মিশ্রনে
নির্ভেজাল প্রেমের উদ্ভব ঘটে
এ'কথা সার্বজনীন সত্য হলেও
আমার কাছে তা কেবলি অর্থহীন।


ভালোবাসার উচ্ছ্বল রক্তকণা
একাকীও বাসর সাজাতে পারে
হৃদয়ের প্রতিটি শিরা উপশিরায়,
যার এটমিক শক্তি দূর্নীবার।


আমার ভেতরে সৃষ্ট কষ্ট
তোমাকে ছুঁতে না পারলেও
আমার হৃদয়ে ক্যানসার ছড়াতে
বিন্দু মাত্রল কষ্ট হয়নি তার।


নিজের ভেতর নিজেকে লুকোতে
গৃহযুদ্ধে প্রতিনিয়ত লড়ছি
পরাজিত হলে, ভালো, মন্দ
দু'দিকের সিংহদ্বার যাবে খুলে।
কোন দিকে যেতে হবে আমাকে
ভবিতব্যই কেবলি তা বলতে পারে।