তোমার স্মৃতি জাবর কাটতে ভীষণ কষ্ট হয়
তবুও প্রসব বেদনার মত অনাবিল সুখ
আমার অস্তিত্বে  অবাধ বিচরণ
আর আসামী সাজি সময়ের কাঠগড়ায়।


আমার একাকীত্ব কখন কবে চুপিসারে
তোমার আনুগত্যে সমর্পিত হলো জানিনা,
জানিনা কখন তোমাকে চিনতে গিয়ে
নিজেকে বড্ড বেশী জেনে ফেলেছি।
স্বপ্নে বাসর সাজাতে গিয়েও
ভেঙ্গে ফেলেছি বারবার
আমাতে আমাকে মেলাতে পারিনি,
পারিনি হতে দূর্নীবার।


তোমার হৃদয় ঝলসানো ভালোবাসা
অপাত্রে ঢেলেছো নিপূণ হাতে
তাই মনের স্থাবর অস্থাবর সমস্ত কিছু
মর্টগেজ হয়ে গেছে স্মৃতির কাছে।