জেগে থাকা সময়ের অবসরটুকু এতদিন
তোমার দখলে চোরাগুপ্তা দিয়েছে হানা
দিন কয় হলো ঘুমের ভেতর স্বপ্নের বাসরেও
তোমার আনাগোনা প্রচন্ড বেড়ে গেছে।


ধরা ছোঁয়ার ভেতরে তোমার অবাধ বিচরণ
কিন্তু ছুতে না পারার কষ্টে হৃদয় হয় ক্ষত বিক্ষত।
একান্ত সাহ্নিধ্যের মধুরতম মুহূর্তে
স্বপ্ন ভেঙ্গে যায়, ঘুম ছুটে যায়, ঐ দূর নীলিমায়।


কখনো বলনিতো ভালোবাসি, আমিও বলিনি কিছু
তবে কেন এত কষ্ট, কেন এত দহন হৃদয়ে?
আমার ভেতর এমন কি কিছুই নেই
যা থেকে প্রচন্ড ঘৃণা করতে পারো আমাকে?
কোনটা জ্বলে বেশী, ভালোবাসা না ঘৃণার আগুন?
তোমাকে কাছে পাওয়া কষ্ট, ভুলে যাওয়া কষ্ট
তোমার নির্লিপ্ততায় বেঁচে থাকাও ভীষণ কষ্ট
এত কষ্ট ছোট্ট হৃদয় সইবে কেমনে?


এমনতো হবার কথা ছিলোনা, তবে কেন
একা একা কষ্টের সাগরে সাঁতার কাটবো।
তুমি এবং তোমরা সবাই এত ভালো কেন?
ভালোনা হলে হয়তো এত কষ্ট হতোনা।


তুমি বেশ আছো ভালোই আছ অভিমানী
আমার হৃদয় ছুঁতে পারেনি তোমাকে
কিংবা ছুঁতে দাওনি বলে।