একজন মানুষ একটা পৃথিবী
তার সমাজ সংসার ভূগোল আছে,
সুখ দুঃখের পৌরনীতি আছে
ভালোলাগা ভালোবাসার মানচিত্র আছে।


ইচ্ছা অনিচ্ছার পতাকা আছে
সমাজনীতি আছে,বাইলেটারাল চুক্তি আছে,
মস্তিস্কে আছে সংবিধান/সচিবালয়
তার স্বাধীনতা আছে অধীনতাও আছে
স্বভাব-অভাব, বেচাকেনার অর্থনীতি আছে
আছে রণাঙ্গন-


এক নিমিষে জেনে না জেনে, বুঝে না বুঝে
লক্ষ্যে অলক্ষ্যে কত না কষ্ট দেই,
তার চেয়েও বড় নির্বিচারে হত্যা করি,
হত্যা করি, এক একটা পৃথিবী।


ক্ষমা করো মানুষ স্বজন ক্ষমিও আমায়
যদি অলক্ষ্যে দুঃখ দিই, কখনো তোমায়।


                                ঢাকা-২৩/০৮/২০১৪ইং