যখনি তোমাকে মনে পড়ে
দেহের পরতে পরতে সর্প দংশনের জ্বালা
আমাকে কুঁড়ে কুঁড়ে নিঃশেষ করে
যেখানে পড়েছে তোমার লোভাতুর ওষ্ঠের
বিষাক্ত পরশ আর-
নিষিদ্ধ স্থানের উষ্ণ আলিঙ্গনের ছাপ।


আজ বহুদিন পরে তোমাকেই মনে পড়ে
তুমি ছিলে আমার একান্ত আপন
নূন্যতম দূরত্বের প্রথম ভালোবাসা
তরিতাহত হয়েছে জীবন, যেদিন দেখেছি
ক্ষুদ্র স্বার্থে, অর্থের প্রলোভনে
হয়েছো অনেক অলীর ফুল।


তুমিতো খেলার ছলে উষ্ণ আলিঙ্গনে
আমার ভালোবাসাকে করেছিলে জিম্মি।
কিন্তু আজ যত দূরেই থাক, জেনে রেখ
আমি তোমারি ছিলাম, তােমারি আছি।
আজও ভালোবাসি, তোমার স্মৃতি
ভালোবাসি তোমার নিঃস্বার্থ হৃদয়কে।