সময়, ইদানিং তুমি
বড্ড বেশী বাড়াবাড়ি করছো।
তোমার বিদ্যুৎগতি
আমার প্রিয়াকে করেছে ঘর ছাড়া।
যখন আমি নিঃসঙ্গ একাকী
যন্ত্রনার সাগরে অবগাহন করি,
নির্লজ্জের মত তুমি তখন
আসন গেড়ে বস মীরজাফরের ভূমিকায়।


‌ধৈর্য্য সীমার বাইরে অপাংক্তেয় তুমি
কানে তুলো আর পিঠে কুলো বেঁধে
আমার কষ্টের উপর কর অবাধ বিচরণ।


সময়ঃ
রমনা পার্কের সেই তালমাতাল
দিনগুলির কথা, মনে পড়ে কি তোমার?
প্রেয়সী প্রিয়ার একান্ত সান্নিধ্যে
দূর্লভ মূহুর্তে যখন আমার অবস্থান
ঠিক তখনি তোমার যাবার তাড়া
আমাকে বিচলিত করতো।


আমিও তখন বিনয়ের সম্রাট হয়ে
তােমাকে চিনাবাদাম ঘুষ দিতাম,
তবুও তোমার এক ঘেয়েমী চলে যাওয়া
ঠেকাতে পারিনি, বুঝতে পারিনি
অব্যক্ত হৃদয়ের দূর্বোধ্য ভাষা।


সময়ঃ
তামার চঞ্চলতার ফাঁদে পড়ে
অসময়ে ঘর বাঁধতে হলো দু'জনার
এর পরও তোমার ঔদ্ধত্য কমেনি
থামেনি তোমার চলার গতি।