অনেক কিছু জানার মাঝেও
কিছু অজানা থেকে যায়
এই না জানার কষ্ট কত তীব্র
অনুভবে ক্ষত বিক্ষত হৃদয় তা বুঝে।


তোমাকে দেখেছি, জেনেছিও অনেক
তবুও রিক্ত হাহাকারে কাঁপে বুক
অব্যক্ত ভাষাগুলোর গভীর অতল থেকে
আবিষ্কৃত হয়নি যেন কাংখিত অনেক কিছু।


জানা অজানার ছন্দায়িত শিহরণে
পশ্চিমাকাশের সূর্যের মত নিজেকে হারাই
আবার ফিরে আসি প্রভাতী সূর্য হয়ে
এইকি ভালোবাসা, না অন্য কিছু?


হয়ত হবে, হতেও পারে নিশ্চত জানিনা
জানার কথাও নয় অলীক কিছু
সূর্যের দহনে পুড়বে হৃদয় এই নিশ্চিত।


নিজেকে প্রকাশ কর, বন্দী রাখো
অছেদ্য পর্দার অন্তরালে আবেগের রাশ টেনে
এতেই তোমার সুখ আমিও সুখী
রহস্য ঘেরা জীবনের অমোঘ আকর্ষণে।