কবিতার মাঝে তোমাকে পেয়ে
হারিয়েছি রাজপথে,
ছন্দ, উপমা, মাত্রা, অনুপ্রাস
কাঁটা ছেড়া করি রাতভর
কবিতার কোথাও তোমাকে এখন আর
ট্রেস করতে পারিনা।


অতীতের খাতা তন্ন তন্ন করে খুঁজেছি
সম্পাদকের টেবিলগুলোও বাদ যায়নি
স্মৃতির কোষেও তার পাঠিয়ে ফল হয়নি কিছু
কেউ বলতে পারেনি তোমার কথা।


রাজপথে যাবো, সাধ্য নেই
স্বার্থ আর লোভের মানদন্ডে
আমিও সংখ্যালঘুর দলে
ভিসা মেলেনি বিবেকের এ্যাম্বাসিতে।