সেদিন মিছিলে আমিও ছিলাম
ভাগ্যিস স্বৈরাচারী বুলেট
আমাকে চিনতে পরেনি
চিনেছিলো তোমাকে।


কবিতার দৃশ্যপট পাল্টে গেছে
এখন তোমাকে নিয়ে আর
কবিতা লেখা হয়না, বৃথা
তোমার চলে যাওয়া।


বেঁচে থাকার কষ্ট
এখন আমাকে তাড়িয়ে বেড়ায়
তবে কথা দিচ্ছি তোমাকে
আমিও আর মিছিলে যাবোনা।


যার জন্যে দৃপ্ত শ্লোগান বুকে
তপ্ত বুলেট করেছিলে সঙ্গী
এখনো দেখা মেলেনি তার
মিলবে কিনা তাও জানিনা
তবে কথা দিচ্ছি
আমিও আর মিছিলে যাবোনা।


-------------------------০৬/০৮/২০০১৪ইং