আশা ছিলো ভাষা ছিলো
ছিলো সুখ অনন্ত,
কৃষ্ণচূড়ায় ফুল ছিলো
ভ্রমরের গুঞ্জনে
মাতোয়ারা ভাব ছিলো
ছিলো প্রেম জয়ন্ত।


আজ নেই কিছু নেই
সুখ দুঃখের ছন্দ,
এই ভালো এই নেই
কালের কৃপণ হাতে
মনের মাধুরী নেই
আছে দ্বিধা দ্বন্দ্ব।


আশা আর ভাষাগুলো
অব্যক্ত তিক্ত স্বাদে
বন্দী হয়ে আজ
গুমরে কাঁদে।