কোন পথে যাবো, কেন যাবো?
অভূক্ত প্রশ্নগুলো মাকড়সার জালে
লটকে আছে। যেমন তুমি প্রশ্নবোধক
হয়ে আছো, এখনো আমার কাছে।


উত্তরে ছুটতে গিয়ে মরুভূমি আর চোরাবালি
নশসংসভাবে ভালোবাসতে চাইলো আমাকে
পালিয়ে এলাম সময়কে বন্ধক রেখে
নিউরনের ক্যানসার স্মৃতির সাথী হয়ে।


দক্ষিনে যাবো, রাডারে খবর পৌঁছে গেলো
শুরু হলো অনাড়ম্বর, টর্নেডো, জলোচ্ছাস
লাশ আর লাশ, মানুষ কি পশুর অনুষ্ঠান
যাওয়া হলোনা, পাওয়া হলোনা পদবী অলংকার।


পূবে যাবো, কেন যাবো, কেউ বলেনি সে কথা
আগ্রহ অভিমানে আত্মাহুতি দিল সময়ের কাছে।
ব্রেন কম্পিউটারে ভাইরাসের ছড়াছড়ি
নয়তোবা ডাটা এন্ট্রিতে ভুল ছিলো।


পশ্চিমে যেতে মানা অলেক্ষ নিষেধাজ্ঞা
চোরাচালান মন যদি হয় সমূহ বিপদ
দূর্দান্ত আমাকে নিয়ে যত ভয়
নিজত্ব খোয়া গেলে জীবনটা হবে পলিথিন।


তবে কোন পথে, কার রথে সঙ্গী হবো
অচঞ্চল ধৃঢ় মতবাদ চাই তোমার
পার যদি দাও প্রশান্ত হোক দিকপাল
যাত্রাপথ হোক নির্ধারিত নিশ্চিত।