আনন্দ আমাকে ছন্দ দিতে পারেনি
দিয়েছে কিছুটা বিচ্ছিন্ন সুখ,
প্রেম আমাকে ভালোবাসতে পারেনি
হৃদয়ে এঁকেছে শুধু বেদনার নীল ছবি।


এই সমাজ যেখানে আমার বসত
সেখানেও পাইনি বাঁচার নিশ্চয়তা,
মৃত্যুকেও লাঞ্ছিত করেছে রোগ শোক
তাই চলে যেতে পারিনি পৃথিবী ছেড়ে।


জীবন মৃত্যুর মাঝামাঝি অলীক অবস্থানে
দদূল্যমান এই আমাকে নিয়ে সারাক্ষন
বিধাতার সৃষ্ট আপন স্বজন
খেলছে নিঠুর খেলা বিরামহীন অবসরে।