এক দুই তিন করে নব্বই
তারপর আরও
অফুরন্ত চলে যাওয়া।


ছোট ছোট স্মৃতি কথা
দুঃখ সুখ আনন্দের
নিরাপদ আশ্রয় ইতিহাসে।


ঘর হতে পরে হয়তো  আরও গভীরে
যাবার ছিলো প্রয়োজন
অলক্ষ্যে অবহেলায় ভীতু ক্ষোভে
পরাজিত সব আয়োজন।


প্রথম দ্বিতীয় বিশ্বযুদ্ধে আর
বয়সের ভারে ন্যূব্জ পৃথিবীতে
অপ্রতুল সাহিত্যিক মানস কবি ,
তাই খুড়িয়ে চলা পৃথিবীটার এখন
ধ্বংস প্রয়োজন , সেই সাথে
আত্মহননকারী পৈশাচিক বিজ্ঞানের্।


তারপর নতুন সূর্যের নবীন আলোয়
মনের আবীরে নতুন সাজে
তিল তিল করে , সত্যের পথ ধরে
গড়বো মানস পৃথিবী।


যেখানে থাকবেনা নিউক্লিয়ার , এটম কোন জঞ্জাল ,
থাকবেনা ইতিহাসের বাড়াবাড়ি
রাজনীতির পৈশাচিক উল্লাস
আর শিক্ষার করিডোরে বুলেটের ছড়াছড়ি।


হে নতুন বিশ্ব -
তোমাকে অগ্রিম শুভেচ্ছা
জানি তুমি আসবে , হয়তোবা কিছু দেরী
আমি না হোক আমার বংশধর
পাবে তোমার সাক্ষাত্
এই আমার আজন্ম লালিত বিশ্বাস।