বোধগুলো সব গুম হয়ে যায়
খুন হয়ে যায় ক্ষোভ
দিনে দিনে বাড়ছে দেনা
বাড়ছে মনের লোভ।


চমচামিতে নাম লিখিয়ে
করবো কিছু অর্জন
বিবেক শুধু বাগড়া বসায়
করছেনাতো বর্জন।


চামচামিতো শিল্প এখন
বুঝতে সেতো চায়না
ঘুরে ফিরে ধরিয়ে দেয়
সামনে শুধু আয়না।


আয়না তোরে ক্রসফায়ারে
ফেলবো ভাবি একবার
আবার ভাবি তুইতো আমার
স্বর্গ সুখের দরবার।