সাইকোড্রামার বিউগল বেজে চলেছে
এবং বিনাশিত ব্যক্তিগত কিছু ভাবনা,

প্রচণ্ড অভিমানে চলে যাওয়া
একজন প্রেমিকা

প্রায় প্রতিদিন জানালার পাশে
চড়ুই পাখির কিচিরমিচির,

একটি বিড়াল-আড়চোখে
কি যেনো খুঁজে চলা!

পাশের বাড়ীর উঠোনে লাজরাঙ্গা
বউয়ের তীক্ষ্ণ দৃষ্টি...
কখনো এড়িয়ে যেতে পারিনি।
হয়তো অব্যক্ত কিছু কথা ছিল!

জানি তুমিও..
প্রতিদিন স্বপ্নের ছবি এঁকেছ...

সে যুবকটি আজ একটি এলিজির কথা ভাবছে
মৃত্যুর পর প্রকাশিত হবে।

কিংবা
সেটি হবে একটি এফিটাফ!