এমন কবিতা কার না'
পড়তে ভালো লাগে।
যেখানে আসে'
মাধবী লতার পুষ্পসাজ।
আসে সাদা সত্যিকার পাখি।
কোটি হাতে এক পতাকা নিয়ে।
সোনার শস্য নিয়ে হাঁসি।
মাখামাখি লাল ঠোঁট
সাথে আসে'
আমাদের সবার চেতনার বাঁশি।
নদীর তীরে নৌকা নিয়ে  '
কাঁশ ফুল ঝোপে শাপলা তোলা।
বাতাসের সাজে প্রজাপতি নেয়'
ঘুড়ি কাঁটানো খেলা।
এমন কবিতা'
কার না পড়তে ভালো লাগে।
তবু কেন?
রঙের মায়ায় 'রঙের খাঁচায়
এত ঘুমোঘুমো পাখি?
প্রদীপ জ্বালিয়ে চলো না যাই।
লিখি আবার নতুন খাতায়'
ঘুমলী স্বপন ছেরে।
লিখবো আজ আগুন নিয়ে।
যুগের যুগের অত্যাচারে।
তিলে তিলে কেন মরবো সবাই।
চল না এগিয়া যাই।
নতুন করে সবাইকে '
একটু বাঁচতে শিখাই।