আমি আকাশ দেখি।
তবে ;
অনেকেই তা দেখতে পারে না।
আমি আমাকে নিয়ে ভাবি।
তবে অনেকেই নিজেকে নিয়ে ;
ভাবতে জানে না।
আমি গাছে ফুল দেখি।
তবে ;
অনেকে তা মেনে নিতে পারে না।
আমি তো আমি ;
দুষ্টু আজব মন।
আমি তো আমি ;
হারানো হাসির প্রহর।
আমি যেই দিন জিতে যাবো।
পাবো আলো প্রহর।
সেই দিন প্রথম।
অপেক্ষায় রইলাম!
দেখাবো বিস্নয়কর জোয়ার।
কেও কেও জানবে আমায়।
আমার নামটি দরে।
আমি তো তখন।
থাকব সকলের সেবায় অকাতরে।
আমি নিজেকে গড়ছি আজ।
সময়  অপেক্ষা দরে।
আমি নিজেকে ;
ভালোবাসতে চাই।
শুধু মানুষের অন্তরে।
শুধু একটু অপেক্ষা ।
আমার পথ কে দরে।
আমি আমাকে ;
হারতে দিবো না।
আমার পথ দরে।
আমার পথের কাঁটা ;
পুষ্প হবে।
আমার আমায় মনে করে।