মেঘলা আকাশ,
দেখতে ভালো লাগে।
স্পর্শকাতর ভাবনাহীন,
কিছুটা সময় এর জন্য।
বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করে,
তাও কিছু টা গল্প জুরে ।
নীল খোলা আকাশের নিচে,
ভাসতে ইচ্ছে করে।
তোমায় তাকিয়ে।
বাতাসের সাজে ঘুড়ি হয়ে,
ভাসতে ইচ্ছে করে।
প্রজাপতি হয়ে!
ভালো লাগা,
কিছু কল্প কথা।
৬ টি বছর ধরে ডাকা।
চশমা বালিকা নামক,
ইচ্ছে গুলো।
ঝরা পাতায় আঁকা।
হাসিটা তো গল্পতে থাকা,
মন গহিন যুগে।
বৃষ্টিতে হাতটি বাড়িয়ে,
ভাবছি অকারনে।
জানি না,
তার কথার কলি!
কিসে তাহার হাসি?
তাহার জন্য হারিয়েছি নিজেকে।
সময় বেমানান বাঁশি!
নিজেকে হারিয়ে।
বসে আছি।
নতুন ক্যাম্পাস জুড়ে।  
তাকিয়ে আছি,
একটু হেসেঁ।
চশমা বালিকা বসে যেন।
তাহারে মনে পরে।