আমি তোমার হতে চাই,
আমি তোমায় পেতে চাই-
নেশাক্ত মাতালের গন্ধ জড়ানো কণ্ঠ ধ্বনি শুনি
আমি এতটাই অসহায় বনি;


আমি এতটাই শূন্যতা বোধ করি
লুণ্ঠিত হয়ে গেলে সব,
পথে-ঘাটে কে করে আহাজারি
মৃত্যুটা খুব বেশী সম্ভব।


কালো ছায়া- দৈত্বরা আসে
কেড়ে নেয় তর-তাজা প্রাণ,
ওরা তাঁর সাথে বসে বারো মাসে
তাঁর পেয়ালার দারু করে পান।