সৈ লো আমার সৈ
কৈ লো তোরা কৈ
আয়না বসে তোদের কাছে
দুখনে কতা কই।


আচল পোড়া ফাগুন ঝরা
পাতা রা সব জুড়ি
কইতে কথা কষ্ট-ব্যথা
তারাই ঘুরি ঘুরি।


গালে হাতে শুনতে শুনতে
বিভোর চেয়ে রয়,
মরন কালে তোমার দেখা
আর বা পাবেন্নই।


কান্না হাসি নয়ন জলে
সবাই একাকার,
সন্ধ্যা হলে, যাই রে চলে
আমার বাড়ী আসিস বেড়াবার।