ফুরাল আঁধার নিশি
পরিল আলোল রশ্মি
পূবালী গগনের গায়,
উঠিবে নবীন ভানু,  
উড়িবে উজ্জ্বল রেণু,
মেদিনী হাসিছে আলেয়ায়।

ফুলের কাননে ফুটিয়াছে ফুল,
দোপাটি চাম্পা, চামেলী বকুল,
অফুরন্ত সুবাসিত হয়ে,
ঊষার শীতল সুভ্র বাতাস
গায়ে মাখি সে সুভাস,
দূর-দিগন্তে চলে বয়ে।

আঁধার মিশেছে আলোকে
তাই দেখে চমকে
গুন গুন গুঞ্জনে
পাখার ঝাঁপটা মেরে,
উড়ে উড়ে ঘুুরে ঘুরে
ভ্রমর চলেছে মধু আহরনে।

গাছে গাছে পাখি
চিকির মিচির ডাকি
সুমধুর সুরে ধরে গান,
জাগো সবে জাগো,  
ঘুমিয়ে থেকো নাগো
হল নিশিতের অবসান।
                 - এলোমেলো