ভুল করে ভুল পথে রাত দিন চলি
ভুল মানুষের সাথে রোজ কথা বলি
ভুল মানুষের প্রেমে ভুল করে পড়ি
ভুল পথে হেঁটে হেঁটে ভুল পথে মরি।


ভুল করে রোজ রোজ ভুলভাল ভাবি
ভুল করে ভুলে ভরা তুলি শত দাবি
ভুল ভাবি ভুল বলি ভুল করি কাজ
ভুলের জন্য তবুও পাই নাকো লাজ।


এক ভুলে নাক কাটা, দুই ভুলে কান
তিন ভুলে ভেঙে পরে পুরো আসমান!
রোজ রোজ ভুল করি হাজারে হাজার
ভুল করি তবুও ভুল করি না স্বীকার!


এক ভুলে দশ ভুল, দশ ভুলে শত
ভুলের হিসাব বাকি হয়েছে যা গত!
জীবনের অঙ্কটাও কষে দেখি ভুল
কিভাবে যে দিব এত ভুলের মাশুল!?


বিঃদ্রঃ কবিতাটি [১৭ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দে দৈনিক যুগের আলো পত্রিকায় প্রকাশিত হয়েছে]