ভোগ বিলাসী জীবন তোমার হৈ উল্লাসে কাটে
আর কতক্ষণ থাকবে বলো জীবন নদীর বাটে?

চুল গজেছে, মুচ গজেছে, আরও আরও দাড়ি
চামড়া কুঁচকে চুল পেয়েছে, ভেবেই আহাজারি।
হাতের লাঠি ঠন-ঠনা-ঠন, গুমড়ে ওঠে মন
মরণ ডঙ্কা বেজে ওঠে ঝন-ঝনা-ঝন  ঝন।

পালাও পালাও, কোথায় যাবে এই দুনিয়া ছেড়ে?
মরণ দূত আসছে ধেয়ে ষাঁড়ের মতো তেড়ে!

ভয়টা কিসের? মরতে হবে এই দুনিয়ার রীতি
ছাড়তে হবে সকল কিছু, ধন দৌলতের প্রীতি,
জানো তবুও মরতে তোমার কিসের এত ভীতি?

ভুল করেছি, ভুল করেছি, বলেই আবার কাঁদে
কেউ না পড়ুক ভব মায়া লোভ লালসার ফাঁদে।