নিজের দোষ পরের ঘাড়ে
চাপিয়ে দিচ্ছো ভাই!
তাই বলে কী এতেই তুমি
পেয়ে যাবে রেহাই?
একদিন যাবে, দু'দিন যাবে
তারপরে কী হবে?
তোমার এসব ছলচাতুরী
জানতে পারবে সবে।
তখন তুমি করবেটা কী?
আঁটবে বুঝি ফন্দি?
লাভ হবে না, নিজের জালে
হবেই তুমি বন্দী।