তুমি নারী
তুমি পুরুষ
তুমি উভয়ের ভিন্ন রূপ;
তুমি আকর্ষণ
তুমি বিকর্ষণ
তুমি শারীরবৃত্তীয় উদ্যম সুখ।

তুমি ক্ষুধা
তুমিই সুধা
তুমি অগ্নি, নির্বাপিত বুক;
তুমি মধুকর
তুমি বিষধর
তুমি বিবেক বোদ্ধার অন্ধ কূপ।

তুমি লাজ
তুমি সাজ
তুমি ফুটন্ত, অমায়িক চাঁদমুখ;
তুমি পূর্ণ
তুমি শূন্য
তুমি উদার- রাক্ষুসে, হে কামুক।