মনের সাথে মনের মিলন
আঁখির সাথে আঁখি,
তাহার পরে দেহের মিলন
হয় গো মাখামাখি।

মনের সাথে মনের মিলন
হয় নাকো যেথা,
আঁখির সাথে আঁখির মিলন
হয় সেথা বৃথা।

আঁখি এবং মনের মিলন
যেথা হয় খাঁটি,
দেহের সাথে দেহের মিলন
সেথা পরিপাটি।

এক মিলনে তিন মিলন হয়
যাদের আছে হৃদয়,
মিলন ছাড়া ভুবন মাঝে
পূর্ণ কিছুই নয়।

আঁখির সাথে আঁখির মিলন
হয় যদি শুধু,
বুকের ভেতর মনটা যখন
করে শুধু ধূ-ধূ!

শুধু মনের মিলন হলেও
আঁখি তারে চায়,
তিন মিলনের এক মিলনহীন
তৃপ্তি কেবা পায়?

শুধুই দেহের মিলন হলেই
মিলন যারা কয়,
তিন মিলনের মর্ম বাণী
তাদের জন্য নয়।