ভাষার জন্য দামাল ছেলে
বুকের তাজা রক্ত ঢেলে
দিলো নিজের জান!
আজকে দেখো এই ভাষাটি
খাচ্ছে ধুলোয় লুটোপুটি
হচ্ছে সদা অপমান।

বছর বছর একটি দিন
হৈ- উল্লাসে বাজায় বীণ!
গেয়ে শোকের গান,
এভাবে অনেক আমজনতা
দেখায় মিছে দেশ মমতা
দেয় শহীদের প্রতিদান।