দেহের মরণ ঘটে যখন
জানে অনেক লোকে,
দু'চোখ ফুড়ে অশ্রু ঝরায়
কাঁতর থাকে শোকে।

মনের মরণ রোজ তো ঘটে
ক'জন লোকে জানে?
মনের মৃত্যুর সংবাদটা কী-
পৌঁছায় কানে কানে?

মরা দেহের গন্ধ ঢাকতে
মাটির গর্ভে রাখো,
মন মরেছে সেই যে কবে
সঙ্গে কেমনে থাকো?

দেহের অসুখ সারতে ঔষধ
সেবন করা লাগে,
মনের অসুখ হয় তেমনটি
প্রশ্ন কার বা জাগে?

দেহের ক্ষতে আঁতকে ওঠো
মনেও আছে ক্ষত,
মনের ক্ষত বিশাল বড়ো
সাগর নদীর মতো।

দেহের মতো মনের মরণ
দেখতে যদি পেতে,
হাসি ঠাট্টা রঙ তামাশায়
থাকতে বুঝি মেতে?
                                  
আমার মনে হাজার অসুখ
ঔষধ দিচ্ছো কই?
মনের মানুষ হয়েও তুমি
মন বুঝো না সই।