পূর্ণিমার চাঁদের মতো গোলাকার
তোমার বানানো রুটি,
সাথে তোমার ভালোবাসা মিশ্রিত
ভর্তা করা লঙ্কা পুঁটি।

তোমার তৈরি বারান্দায় বিছানো
খেজুর পাতার পাটি,
সেখানে বসে তৃপ্তির ঢেঁকুর তুলে
হাতের আঙ্গুল চাটি।

আমার এই দৃশ্য দেখে দেখে তুমি
হেঁসে হও কুটিকুটি,
আমার কাছে তুমি যেমনটি প্রিয়
তেমনটি তোমার রুটি।

পূর্ণিমার চাঁদের মতো গোলাকার
পবিত্র তোমার মুখটি,
তোমাকে ভালোবেসে উজার করে
আমি পেতে দেই বুকটি।