বাংলা আমার মুখের ভাষা
বাংলা অহংকার,
বাংলা ভাষা রাখতে অটুট
মরবো বারংবার।

বাংলা আমার মায়ের ভাষা
বাংলা বাবার বাণী,
বাংলা ভাষার জন্য শহীদ
ভাই হয়েছে জানি।

বাংলা ভাষার অমর স্মৃতি
হৃদয় জুড়ে গাঁথা,
বাংলা ভাষার ছন্দ তালেই
মুগ্ধ কবির খাতা।

বাংলা আমার প্রাণের ভাষা
বাংলা শিশুর হাসি,
এই পৃথিবীর সব'চে বেশি
বাংলা ভালোবাসি।