ভন্ডরা দল বেঁধে ছোটে সারি সারি
ইবলিশ মহা খুশি দেখে অনুসারী!
মুখে জপে রব রব মানে বহু প্রভু
মুনাফিক হয় কীরে মুমিন কভু?
ধিক্ ধিক্ শত ধিক্ জানাই তাদের
রসূলের দুশমনী স্বভাব যাদের।


ধানের সাথে মিশে থাকে চিটা ধান
মৃদু বাতাসে উড়ে দেয় সে প্রমাণ,
মুমিনের বেশ ধরে থাকে মুনাফিক
জিহাদের ময়দানে পালায় বিদিক,
বিজয়ের পরে তারা দলে ফের এসে
বিজয়ের উল্লাসে ফেটে পড়ে হেসে।


কথা কাজে মিল নেই কণা পরিমাণ
মুখে বলে আল্লাহর পথে দিব জান,
মুখে বলে এক কথা অন্তরে আরেক
ওরা নয় কামিয়াবী, নিরেট ফাসেক!
মুনাফিক যারা তারা গোপন পাপী
মুমিনের মতো তারা নয় অনুতাপী।