আমি হাউস কইরা একবার তোমারে খাইতে চাইছিলাম,
চিকেন ফ্রাইয়ের মতো চিবাইয়া,
ব্ল্যাক ডায়মন্ড আইসক্রিমের লাহান চুইষা,
কিন্তু এইডা তুমি কী করলা....!?

লবণ মাখানো কাঁচা তেঁতুল ভাইবা-
চোখ দুইডা বন্ধ কইরা উল্টা আমারেই আগাগোড়া খাইয়া দিলা?
আহ্ কী ভাবাত্মক, কী রসাত্মক, কী বিষ্ময়!
তোমার প্রতি আমার একটু ধারণাও ছিলো না-
তুমি এতো কামুক, এতো ক্ষুধার্ত।