ঘুম যদি না আসে মধ্যরাতে
ভাব বিনিময় করো রবের সাথে
তাহাজ্জুদ সালাতে যাও দাঁড়িয়ে
আমলনামা চাও ডান হাতে।

ভয় যদি করে থাকো আখিরাতে
আঁখি দুটি অঝোরে যেন কাঁদে,
ক্ষমা চেয়ে নাও তুমি ইবাদতে
মুক্তি চেয়ে নাও পাপ হতে।

বান্দাকে ডাকে রব তাহার দিকে
সিজদায় অবনত করো নিজেকে,
সকল ক্ষমতা যে রবের আছে
যা খুশি চেয়ে নাও তাহার কাছে।

কারা আছো জমিনে হে পথ ভোলা
ওই দেখো করুনার দোরখানি খোলা,
আর কতদিন তুমি রাখবে জমা
চেয়ে নাও ছোট বড় পাপের ক্ষমা।

হাত দুটি তোলো আজ ক্ষমার তরে
ভেঙ্গে পড়ো কান্নায় কোমল স্বরে,
দয়াময় রব তিনি ফিরাবে না হাত
সার্থক হবে ওহে নির্ঘুম রাত।