ভোটটা দিয়েন তালা মার্কায়
ভোটটা দিয়েন কলে,
ভোটটা দিয়েন উট পাখি আর
দিয়েন ডালিম ফলে।

ভোটটা দিয়েন দেখে শুনে
উন্নয়নের চরকায়,
ভোটটা দিয়েন মোরগ আর
দিয়েন নৌকা মার্কায়।

ভোটটা আমি কাবে দিবো
ভেবেই দিশেহারা!
প্রতীক দেখে দিবো নাকি-
ন্যায় নীতিবান যারা।