আমি হঠাৎ চমকে উঠি!
যখন মনে হয় তুমি ডুবে গেছো নদির জলে,
আমি সকাল থেকে সন্ধ্যা অবধি তোমাকে খুজতে থাকি,
নদির মাছ, কাঁকড়া, শ্যাওলা, ঝিনুক, মাঝি কেউ তোমার সন্ধান দিতে পারে না।

অবশেষে সন্ধ্যা ঘনিয়ে এলে---
তুমি আবার চাঁদ হয়ে উদয় হও আমার কল্পনার আকাশে,
তোমার হাসির ঝলক জোছনা হয়ে ঝরতে থাকে চারদিকে,
আমি হৃদয় নামক জমিন বিছিয়ে তোমার হাসিমাখা জোছনা কুড়াই,
এভাবে জোছনা কুড়াতে কুড়াতে আবার কয়েক'শ রাত কেটে যায়।