আজকে থেকে প্রিয়ন্তীকে কিচ্ছুটি আর ভাববো না
ভালোবাসার রংতুলিতে তার ছবি আর আঁকবো না,
সোনা ময়না টিয়া বলে মোটেও আর ডাকবো না
তার কোনো স্মৃতির চিহ্ন মনের পাতায় রাখবো না।

পারছিটা কই? প্রিয়ন্তীর মুখ চোখের সামনে ভাসছে
দাঁত কেলিয়ে খিলখিলিয়ে অনর্গল সে হাসছে,
ভাববো নাকো যতই বলি, ভাবনায় আসে ততো
প্রিয়ন্তী রোজ ভাবনা জুড়ে থাকে অবিরত।

বিঃদ্রঃ [রবিবার, ১৫ অক্টোবর ২০২৩ খ্রিস্টাব্দে দৈনিক যুগের আলো পত্রিকায় প্রকাশিত।]